,

লাখাইয়ে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কর্মবিরতি

লাখাইয়ে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কর্মবিরতি

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কর্মবিরতি পালন করেছে কলেজের শিক্ষক ও কর্মচারীরা। গতকাল রবিবার সকাল ১০ টায় লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন করেন। লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজের প্রভাষক কৃষ্ণ মোহন বনিকের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন প্রভাষক রাজীব কুমার আচার্য্য, নজরুল ইসলাম, অজয় কুমার দাস, দেলোয়ার হোসেন, কাউছার আহমেদ, অফিস সহকারী হাফিজুর রহমান, আলমগীর চৌধুরী, তাফাজ্জুল হক প্রমূখ।
সভাপতি তাঁর বক্তব্যে প্রভাষক কৃষ্ণ মোহন বনিক বলেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জাবেদ আলী ২০১৮ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে নানা অনিয়ম, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা, শক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচারণের মতো কাজে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষিতে লিখিত বিভিন্ন সময়ে দেওয়া অভিযোগের তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়া সত্ত্বেও তদন্তের সুপারিশ অধ্যক্ষ জাবেদ আলীর অপসারণের বিষয়টি বাস্তবায়িত না হওয়ার ফলশ্রুতিতে দিন দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের অত্যাচার দূর্নীতি এবং শিক্ষক কর্মচারীদের নানা ভাবে হয়রানির মাত্রা বেড়ে যায় এবং কারণে অকারণে চাকুরীচ্যুত করার হুমকির অদ্ভুত পরিস্থিতিতে আমরা তার পদত্যাগের দাবীতে কর্মবিরতি পালন করছি এবং যতদিন পর্যন্ত জাবেদ আলী পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব বলে কঠোর হুশিয়ারি দেন। এদিকে কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, প্রভাষক সৈয়দ আফজাল, আলী আজম, মোঃ সেলিম মিয়া কলেজে পাঠ দানের প্রথম দিনে অনুউপস্থিত বলে জানা যায়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী এর সাথে সেলফোনে আলাপ কালে অনুপস্থিতির বিষয় ও কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি এক জায়গায় আছি পরে কথা বলব।
এদিকে অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ মিছিল প্রতিদিনের মতো রবিবারও উপজেলার বুল্লা বাজার অনুষ্ঠিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর