,

ফোনে মেয়ে সেজে কথা বলে বৃদ্ধকে জিম্মি করে মুক্তিপণ দাবি :: আটক ১

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে এক বৃদ্ধকে বাবা বানিয়ে নরসিংদীতে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ এর দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুরের কৃষ্ণপুর গ্রামের বৃদ্ধ ছাবু মিয়াকে নরসিংদির রেল কলনীর একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঘুমড়াগুল গ্রামের তাহের আলীর ছেলে মোঃহোসাইন (২৬) দীর্ঘ কয়েক মাস ধরে ছাবু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে মেয়ে কন্ঠে কথা বলে। সময়ে সময়ে কথা বলার এক ফাঁকে বৃদ্ধকে বাবা সম্বোধন করে। ফোনে আবেগ তাড়িত হয়ে কথা বলার নাটক করে তাকে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করে। বিকাশে ছাবু মিয়াকে আটশত টাকা পাঠিয়ে নরসিংদীতে যাওয়ার কথা বলে। সরলমনা ছাবু মিয়া গত ৩১ আগষ্ট শুক্রবার মেয়ে ছদ্মবেশী হোসাইনের কথামত নরসিংদীতে যায়। সেখানে প্রতারক হোসাইনের আসল রুপ ধরা পড়ে। বৃদ্ধ ছাবু মিয়াকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র তাক করে তার পরিবারের কাছে ফোন দিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ জানান, এ ঘটনা ছাবু মিয়ার পরিবার তাকে জানালে তিনি বিষয়টি মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। পরে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই আষিশ চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদির থানা পুলিশের সহযোগিতায় নরসিংদির রেল কলনির একটি কক্ষ থেকে ছাবু মিয়াকে উদ্ধার ও ঘটনার মূলহোতা হোসাইনকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা রুজ্জু করা হয়েছে। গ্রেফতার হোসাইনকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর